বিপিএল এর সর্বোচ্চ দামে নাঈম – আনন্দ আলো

বিপিএল এর সর্বোচ্চ দামে নাঈম – আনন্দ আলো

চট্টগ্রাম রয়্যালসে নাঈমের দাপট
এ বছরের বিপিএল নিলামের আলোচ্য বিষয় ছিল ওপেনার মোহাম্মদ নাঈম। সিলেট, রংপুর ও নোয়াখালীর ত্রিমুখী প্রতিযোগিতার পর শেষ হাসি হাসে চট্টগ্রাম রয়্যালস, যারা ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভেড়ায় নাঈমকে। গত আসরে ৫১১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাঈম দলের জন্য যে শক্তি যোগ করেছিলেন, তা এবারও প্রত্যাশার সঙ্গে মিলে।Liton yet to get his club in DPL

জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ৭০ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স, গত আসরে তিনি ছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে।

বি ক্যাটাগরি: হৃদয়, শামীম, পারভেজ এবং সাইফউদ্দিন

বিভিন্ন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা ‘বি’ ক্যাটাগরিতে নিলামে উপস্থিত। তাওহিদ হৃদয়: ৯২ লাখ, রংপুর রাইডার্স।
শামীম হোসেন: ৫৬ লাখ, ঢাকা ক্যাপিটালস।
পারভেজ হোসেন: ৩৫ লাখ, সিলেট টাইটানস।
সাইফউদ্দিন: ৬৮ লাখ, ঢাকা ক্যাপিটালস।

নোয়াখালী এক্সপ্রেস শুরুতে কোনো ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড় নিতে পারেনি। নিয়ম অনুযায়ী সব দলকে কমপক্ষে দুইজন ‘এ’ বা ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার দলে নিতে হবে। শেষমেশ জাকের আলী ও মাহিদুল ইসলামকে ৩৫ লাখ টাকায় দলে নিতে বাধ্য হয় তারা।

মিঠুনের জন্য প্রতিযোগিতা-
মোহাম্মদ মিঠুনকে পেতে প্রতিযোগিতা ছিল সিলেট, নোয়াখালী ও ঢাকা দলের মধ্যে। শেষ পর্যন্ত তিনি গেছেন ঢাকা ক্যাপিটালসে, ৫২ লাখ টাকায়।

‘সি’ ক্যাটাগরিতে থাকা পেসার ইবাদত হোসেন অবিক্রিত থেকে যান।

নাহিদ রানা ৫৬ লাখ টাকায় আবারও রংপুর রাইডার্সে যোগ দেন, গত আসরের মতো।

নিলামে দর্শকরা দেখেছেন প্রতিটি দামের পেছনে তীব্র লড়াই, অভিজ্ঞ ক্রিকেটারদের অবিক্রিত থাকা এবং নতুন তারকার উত্থান—সব মিলিয়ে এবারের বিপিএল নিলাম ছিল উত্তেজনা ও নাটকের সঙ্গেই সমৃদ্ধ।

এক নজরে দেখে নিন বিপিএল ২০২৬ ছয় ফ্র্যাঞ্চাইজির দল গোছাল যেমন হলো-Mohammad Mushfiqur Rahim | Player Rankings | ICC

চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ
নিলাম থেকে: মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ), মাহমুদুল হাসান জয় (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), জাহিদুজ্জামান সাগর (১১ লাখ), নিরোশান ডিকভেলা (৩৫ হাজার ডলার), অ্যাঞ্জেলো পেরেরা (২০ হাজার ডলার)।
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফে, সুফিয়ান মুকিম
নিলাম থেকে: লিটন কুমার দাস (৭০ লাখ), তাওহীদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরি (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদী হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), আব্দুল হালিম (১১ লাখ), এমিলো গে (১০ হাজার ডলার), মোহাম্মদ আখলাক (১০ হাজার ডলার)
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস
নিলাম থেকে: শামীম হোসেন পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফ উদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার)।
সিলেট টাইটানস
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির
Mahmudullah | cricket.com.auনিলাম থেকে: পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), ইবাদত হোসেন চৌধুরী (২২ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ), রবিউল ইসলাম রবি (১১ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার)।
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ
নিলাম থেকে: তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), ইয়াসির আলী চৌধুরী (৪৪ লাখ), আকবর আলী (৩৪ লাখ), রিপন মন্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), আব্দুল গাফফার সাকলাইন (৪৪ লাখ), এসএম মেহেরব হাসান (৩৯ লাখ), ওয়াসি সিদ্দিকী (১৯ লাখ), মোহাম্মদ রুবেল (১১ লাখ), মুশফিকুর রহিম (৩৫ লাখ), দুশান হেমান্থ (২৫ হাজার ডলার), জাহানদাদ খান (২০ হাজার ডলার)।
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস
নিলাম থেকে: জাকের আলী অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দীপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদী হাসান রানা (১৪ লাখ), সৈকত আলি (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ)।

OR

Scroll to Top