অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম খেলায় বাংলাদেশের জয় – আনন্দ আলো

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম খেলায় বাংলাদেশের জয় – আনন্দ আলো
Ban vs afg
ছবি সংগৃহীত

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটে প্রথম খেলায় নতুন রেকর্ড গড়ে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ । টসে জিতে প্রথম ব্যাট করতে নামে আফগানিস্তান । তারা সব কটি উইকেট হারিয়ে ২৮৩ রান করে মাঠ ছাড়ে । ৩৬ বছরের ইতিহাসে এত রান টপকে দ্বিতীয় ইনিংসে কোন দলের জয়ের রেকর্ড নাই দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমির মাঠে । বাংলাদেশ এই রেকর্ড ভেঙে জয় পেয়েছে । অর্থাৎ ২৮৩ রানের লক্ষ্যমাত্রা টোপকে তিন উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ২০২১ সালে এই মাঠে ভারত আফগানিস্তানকে এবং ২০২৩ সালে পাকিস্তান ভারতকে হারায় ২৬০ রানের লক্ষ্য ছুয়ে ।
টসে জিতে ব্যাটিং নিয়ে ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৮৩ রান করে আফগান যুবকরা । পরবর্তীতে রান তাড়ায় বাংলাদেশ কাজটা সহজ করে দেয় জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটি। ২৬.৪ ওভারে ১৫১ রানের জুটি গড়েন তারা । সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়েও জাওয়াদ সাজঘরে ফিরে যান নড়বড়ে ৯৬ রান করে ।এই সময় বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ হলেও বাংলাদেশের, যুবকরা ঠিকই জয়ের বন্দরে নিতে যায় দেশকে ।

OR

Scroll to Top