অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না – DesheBideshe

অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না – DesheBideshe

অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না – DesheBideshe

ঢাকা, ২০ জানুয়ারি – অযৌক্তিক চাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে বাধ্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে স্কটল্যান্ড খেলবে—ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন একটি খবর নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে—এমন কোনো কথা আমরা আনুষ্ঠানিকভাবে শুনিনি। বিষয়টা হলো, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে নত হয়ে আমাদের ওপর চাপ সৃষ্টি করে বা কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না।’

আসিফ নজরুল আরও বলেন, ‘এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলার পর আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণেই আমরা ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।’

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top