আইপিএল বর্জনের ডাক ইনজামামের – DesheBideshe

আইপিএল বর্জনের ডাক ইনজামামের – DesheBideshe

আইপিএল বর্জনের ডাক ইনজামামের – DesheBideshe

ইসলামবাদ, ০২ মার্চ – ক্রিকেট বিশ্বে ভারতীয়দের আধিপত্য ঠেকাতে সব দেশের ক্রিকেট বোর্ডকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইনজামাম উল হক। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে মূলত ভারতের অবস্থানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

পাকিস্তানে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম কোনো বৈশ্বিক প্রতিযোগিতা হচ্ছে। তবে প্রায় তিন দশক পর বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করলেও সব ম্যাচ হচ্ছে না পাকিস্তানে। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায় প্রতিযোগিতা হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতীয় দলের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। বাকি সব দেশই অবশ্য পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়েছে।

আজ রবিবার ভারত প্রথম সেমিফাইনাল খেলবে। তাই এই ম্যাচ আয়োজনের দায়িত্ব হাতছাড়া হয়েছে পাকিস্তানের। এমনকি রোহিত শর্মারা ফাইনালে উঠলে চ্যাম্পিয়নস ট্রফির লড়াইও পাকিস্তানে হবে না।

এ প্রসঙ্গে পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির কথা ছেড়েই দিন। বিশ্বের সব দেশের সেরা খেলোয়াড়েরা আইপিএল খেলে। অথচ ভারতের ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। সব দেশের বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার না ছাড়া। বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে না দিলে, অন্য দেশের বোর্ডগুলিরও কড়া অবস্থান নেওয়া উচিত।’

উল্লেখ্য পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেয় না বিসিসিআই।

এদিকে ভারতীয় ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে তবেই বিদেশের লিগে খেলতে পারেন। অবসর নেওয়ার আগে তাদের শুধু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে (প্রথম শ্রেণির এবং ৫০ ওভারের) খেলার অনুমতি দেওয়া হয়। আইপিএল খেলার জন্য অনেক সময় দেশের হয়েও খেলেন না ক্রিকেটাররা। ক্রিকেট বিশ্বে ভারতীয় বোর্ডের এই দাপট রুখতেই সব দেশের বোর্ডগুলিকে জোট বাঁধার পরামর্শ দিয়েছেন ইনজামাম।

বিসিসিআইয়ের আয়ের অন্যতম প্রধান উৎস আইপিএল। বিদেশি ক্রিকেটারেরা না খেললে প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে। সম্ভবত সে কারণেই ইনজামাম আইপিএলের বিরুদ্ধে একজোট হওয়ার কথা বলেছেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০২ মার্চ ২০২৫



OR

Scroll to Top