আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বলল বিসিবি – DesheBideshe

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বলল বিসিবি – DesheBideshe

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বলল বিসিবি – DesheBideshe

ঢাকা, ২৫ জানুয়ারি – বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং আরবিট্রেশন বা আইনি পথে যাবে না। মিরপুরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানান, “আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আইসিসি বলেছে আমরা খেলতে যেতে পারব না এবং খেলা অন্যত্র স্থানান্তর করা হবে না। তাই ভারতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কোনো ধরনের আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় আমরা যাচ্ছি না।”

এর আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশ সরকারের। আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান জানতে চাওয়ায় বিসিবি সরকারকে সম্মান জানিয়ে একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top