আপনারা জানেন কেন কোয়াব নির্বাচন করিনি: তামিম

আপনারা জানেন কেন কোয়াব নির্বাচন করিনি: তামিম

দীর্ঘদিন পর বে জাকজমকপূর্ণ ভাবে আজ অনুষ্ঠিত হয়ে গেল ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। শুধুমাত্র সভাপতি পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে নির্বাচিত হয়েছেন অনেকদিন জাতীয় দলে খেলা ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। একটা সময় শোনা যাচ্ছিল, তামিম ইকবাল কোয়াবের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনের সত্যতা মিলেনি।

আজ নিজের ভোট প্রদাণ শেষে তামিম বলেছেন, কেন কোয়াবের নির্বাচন করিনি সেটা আপনারা জানেন। এমন উৎসবমূখর নির্বাচন দেখে উল্লাস প্রকাশও করেছেন তামিম।

কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম। সেখানে নির্বাচিত হলে কোয়াবের পদে থাকাটা স্বার্থের সংঘাত ঘটবে। কারণ কোয়াব মূলত ক্রিকেটারদের দাবি আদায়ে বিসিবির কাছেই যায়। তামিম বলছিলেন, ‘আপনারাও জানেন আমি কী কারণে (কোয়াব নির্বাচনে) আসিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন। ক্রিকেট ক্যারিয়ারের ১৫-১৬ বছরে এটা দেখতে পারিনি। আজ এটা দেখে আমি নিজেও অনেক খুশি।’

তামিম যোগ করেন, ‘এমন অনেক সিনিয়র ক্রিকেটার আছেন যার সাথে আমার জীবনে প্রথম দেখা হয়েছে। এটা সুন্দর কার্নিভালের মতো হলো। ব্যাপারটা সুন্দর। এটা ধরে রাখতে হবে। কঠিন সময় এখন শুরু হবে। রিফর্ম করা, নির্বাচন করা, নতুন সভাপতি… কমিটি তো প্রায় পেয়েই গেছি। তারপর যে কাজগুলো সেদিকে মনোযোগ দিতে হবে।’

নির্বাচন না করলেও কোয়াবের এবারের কমিটি নিয়ে বেশ সক্রিয় ছিলেন তামিম। সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের নিয়ে দৌড়ঝাপ করেছেন নির্বাচনের আগে। তামিম বলেন, ‘যেহেতু আমরা রিফর্মের মধ্যে ছিলাম এবং দ্রুত নির্বাচন করাতে চেয়েছিলাম, আমি আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম না তবে আমার সাথে কথা হতো। এখানে অনেক কিছু আছে যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারত, ওমন হতে পারত। আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচক হয়ে যাক, কমিটি হয়ে যাক। তারপর তাদের ২ বছর সময় থাকবে। এর মধ্যে সব সিস্টেমেটিকভাবে করে ফেলতে হবে। এখন পর্যন্ত খুব ভালো লাগছে।’

OR

Scroll to Top