আবার আলোচনায় সৈকত, কোহলির ক্যাচে নতুন বিতর্ক

আবার আলোচনায় সৈকত, কোহলির ক্যাচে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১০:৪৮

কোহলি বেঁচে গেছেন বিতর্কিত এক সিদ্ধান্তে

মেলবোর্ন টেস্টে জসওয়ালকে আউট দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। বাংলাদেশি আম্পায়ার শরফুদৌল্লা সৈকত আবার এলেন আলোচনায়। সিডনি টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার সময় বিরাট কোহলির একটি নট আউট নিয়ে উঠেছে নতুন বিতর্ক। স্লিপে স্মিথ ক্যাচ ধরলেও সেটা শেষ পর্যন্ত নট আউট দিয়েছেন তৃতীয় আম্পায়ার ও সৈকত।

সিডনি টেস্টের ৮ম ওভারে স্কট বোলান্ডের বলে জসওয়াল ফেরার পর ক্রিজে নামেন কোহলি। নিজের প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন কোহলি। দুর্দান্ত এক ক্যাচ ধরে স্মিথ তখন উল্লাসে মেতেছেন অন্যদের সাথে। কোহলি অবশ্য ক্রিজ ছেড়ে কোথাও যাননি। ওই সময়ে আম্পায়ারের দায়িত্ব পালন করা সৈকত কোহলিকে আউট দেননি। তিনি নিজের সিদ্ধান্তে নিশ্চিত না হওয়ায় তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন।

তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন বেশ কিছুটা সময় নিয়েছেন নিজের সিদ্ধান্ত জানাতে। অনেকবার রিপ্লে দেখার পর তিনি জানান, স্মিথ বল হাতে তোলার আগে সেটা মাটি স্পর্শ করেছে। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকেন সৈকত, কোহলিকে নট আউট দেন তিনি।

এই নট আউটেই উঠেছে আলোচনা সমালোচনার জড়। স্মিথ বলছেন, তিনি শতভাগ নিশ্চিত যে ক্যাচটি নেওয়ার সময় বল মাটিতে লাগেনি। তবে আম্পায়ারের সিদ্ধান্তও মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ধারাভাষ্যকার মার্ক ওয়াহ, অ্যালান বোর্ডার, মাইকেল ভনরাও স্মিথের পক্ষেই আছেন। তবে ভারতীয় ধারাভাষ্যকারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরা বলছেন, কোহলিকে নট আউট দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন সৈকত।

শেষ পর্যন্ত কোহলি অবশ্য ফিরেছেন এই বোল্যান্ডের বলেই। ১৭ রানে স্লিপে ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া-ভারত
বিরাট কোহলি
শরফুদ্দৌলা সৈকত

OR

Scroll to Top