ইয়ামালের নতুন প্রেম, কে এই আর্জেন্টাইন নারী?

ইয়ামালের নতুন প্রেম, কে এই আর্জেন্টাইন নারী?

কয়েক মাস আগেই নিজের চেয়ে ১৩ বছর বয়সী মডেলের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল। বার্সেলোনা ও স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের প্রেম চলছে মডেল ফাতি ভাসকেজের সঙ্গে, এমনটাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, ভাসকেজের সঙ্গে বিচ্ছেদ হয়ে নতুন প্রেম মজেছেন এই বার্সা তারকা।

জনপ্রিয় আর্জেন্টাইন র‍্যাপার নিকি নিকোলের সঙ্গে নিজেদের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে দেখা হয়েছিল ইয়ামালের। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, সেদিন থেকেই দুজনের ভালোবাসা আদান প্রদান শুরু।

জন্মদিনের পার্টির পর ইয়ামাল ও নিকোলকে একসঙ্গে সমুদ্রসৈকতেও দেখা গেছে। রাত ৪টায় একসঙ্গেই ক্লাব থেকে বের হয়েছে তারা।

তবে ভাসকেজের ঘটনার মতো এবারও নিজের প্রেম নিয়ে মুখ খুলতে নারাজ ইয়ামাল। গতবারের মতো এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হওয়ার পর দুশ্চিন্তায় পড়েছেন বার্সা সমর্থকরা।

ক্যারিয়ারে এমন গুরুত্বপূর্ণ সময়ে বারবার নতুন প্রেমে পড়া ইয়ামালের ভবিষ্যতের জন্য হুমকি কিনা, সে নিয়েই চলছে বিস্তর আলোচনা।

OR

Scroll to Top