ইসলামাবাদে বোমা হামলা, পাকিস্তান ছাড়ছে শ্রীলংকা দল

ইসলামাবাদে বোমা হামলা, পাকিস্তান ছাড়ছে শ্রীলংকা দল

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লংকানদের ৬ রানে হারায় পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের শেষ দুটি ম্যাচ হওয়ার কথা আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার ও আগামী ১৪ নভেম্বর, শনিবার।

শুধু শ্রীলংকার বিপক্ষে সিরিজ নয়, এই হামলায় অনিশ্চিত হয়ে পড়েছে জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজও।

২০০৯ সালের মার্চে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার সময় শ্রীলংকা দলের বাসে বন্দুকধারীরা হামলা চালায়। এতে ছয় লংকান ক্রিকেটার আহত হন। ওই ঘটনার পর ৬ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।

OR

Scroll to Top