
সুযোগটা নিজের অভিষেক ম্যাচেই পেয়েছিলেন হামজা চৌধুরী। তবে শিলংয়ের সেই ম্যাচে ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে এবার সেই ভারতের মুখোমুখি দল। সেই আক্ষেপটা আজ ঘোচাতে চাইছেন তিনি।
The post এক জয়ের অপেক্ষায় হামজা… appeared first on আনন্দ আলো.





