এখন অনেকটাই সুস্থ সঙ্গীতশিল্পী নচিকেতা

এখন অনেকটাই সুস্থ সঙ্গীতশিল্পী নচিকেতা

কয়েক দিন হল হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গত মঙ্গলবার গায়ককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কেমন আছেন তিনি? ঘনিষ্ঠ সূত্রে খবর, এখন ভাল আছেন গায়ক। গত শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে।

গত শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট শুরু হয় গায়কের। ঘামতে থাকেন তিনি। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হার্টে ব্লকেজ রয়েছে তার। তখনই অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন তারা।

স্টেন্ট বসানোর পরে গায়কের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এ কথা জানানো হয়েছিল হাসপাতালের তরফে। গত মঙ্গলবার গায়ককে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বেলা সাড়ে তিনটা নাগাদ হাসপাতালে গিয়েছিলেন তিনি। মিনিট পনেরো ছিলেন বলে জানা গেছে।

নচিকেতার অসুস্থতা প্রসঙ্গে গায়কের মেয়ে ধানসিড়ি আগেই বলেছিলেন, ‘বাবা অবস্থা আগের তুলনায় স্থিতিশীল। দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ভয় কেটে গেছে।’ গায়কের সুস্থ হয়ে ওঠার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার ভক্তরা। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন।

OR

Scroll to Top