এবার হত্যার হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি – DesheBideshe

এবার হত্যার হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি – DesheBideshe



এবার হত্যার হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি – DesheBideshe

নয়াদিল্লি, ০৫ মে – কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার হত্যার হুমকি পেয়েছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ শামির নাম। হত্যার হুমকি ছাড়াও ১ কোটি রুপিও দাবি করে ই-মেইল পাঠানো হয়েছে এই ভারতীয় পেসারকে।

সোমবার (৫ মে) এ ঘটনায় উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে মোহাম্মদ শামির ভাই হাসিব এফআইআর দায়ের করেছেন।

সেখানে অভিযুক্ত হিসেবে রাজপুত সিন্দর নামে একজনকে উল্লেখ করেছেন তিনি। ই-মেইলে দেওয়া তথ্য থেকেই এই নামটি এফআইআরে যুক্ত করা হয়। কারণ, রাজপুত সিন্দর নামে কোনো একব্যক্তি মেইলটি পাঠিয়েছেন।

এরপরই সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ এই এফআইআরকে ইন্ডিয়ান পেনাল কোড-২০২৩ এর ৩০৮(৪) ধারা, ২০০৮ এর ইনফরমেশন টেকনোলজি এক্টের ৬৬ ডি ও ৬৬ই ধারায় মামলা হিসেবে গ্রহণ করতে আদেশ দেন।

চলতি আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি শামি। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে  ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছেন তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ মে ২০২৫

 



OR

Scroll to Top