‘এশিয়া কাপে অনেক দূর যাবে বাংলাদেশ’

‘এশিয়া কাপে অনেক দূর যাবে বাংলাদেশ’

কয়েক যুগেরও বেশি সময় ধরে এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। তবে কখনোই ছুঁয়ে দেখা হয়নি সেই শিরোপা। এবারও এশিয়া কাপ খেলবে সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ দল। বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলছেন, এবার বাংলাদেশ অনেক দূর যাবে বলেই প্রত্যাশা তাদের।

২০২৩ সালে সর্বশেষ অনুষ্ঠিত এশিয়া কাপে সুপার ফোরে খেলেছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে ফরম্যাটে হয়েছিল এই টুর্নামেন্ট। এবার এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে।

সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। হারিয়েছে এশিয়ার দুই দল শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে। এশিয়া কাপের আগে তাই খানিকটা ফুরফুরে মেজাজেই থাকবে বাংলাদেশ।

ফাহিম বলছেন, বাংলাদেশ এবার ভালো কিছুই করবে, ‘দলে বেশ কিছু প্লেয়ার আছে যারা পারফর্ম করলে আমরা অনেক দূর যেতে পারব। বেশ কিছু প্লেয়ার আছে, ১১ জনই না। তারা পারফর্ম করলে অনেক দূর যাওয়া অসম্ভব কিছু না।’

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।

OR

Scroll to Top