এশিয়া কাপ খেলতে দুই ধাপে দেশ ছাড়ছেন ক্রিকেটাররা

এশিয়া কাপ খেলতে দুই ধাপে দেশ ছাড়ছেন ক্রিকেটাররা

আর মাত্র তিন দিন পর মাঠে গড়াবে এশিয়া কাপ। এশিয়া কাপের এবারের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

প্রথম ধাপে সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন ১৩ ক্রিকেটার। বাকিরা অপর ফ্লাইটে দেশ ছাড়বেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ক্রিকেটার, কোচিং স্টাফ ও লজিস্টিক মিলিয়ে ২৯ সদস্যের দল যাচ্ছে এশিয়া কাপ খেলতে।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ পরেছে ‘বি’ গ্রুপে। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান। তিন দলের মধ্য থেকে দুই যাবে পরের রাউন্ডে।

গ্রুপ ‘এ’ তে পরেছে ভারত, পাকিস্তান ও  ওমান। এবারের এশিয়া কাপের মোট ম্যাচ সংখ্যা ১৯টি, যার মধ্যে ১১টিই হবে দুবাইতে। বাকি আটটি আবুধাবিতে।

OR

Scroll to Top