কাল বিশ্বকাপ আসছে বাংলাদেশে, দেখবেন কিভাবে?

কাল বিশ্বকাপ আসছে বাংলাদেশে, দেখবেন কিভাবে?

বিশ্বভ্রমণের অংশ হিসেবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা ২০২৬ বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ ট্রফির সঙ্গে এই ভ্রমণে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য গিলবার্তো ডি সিলভা।

কোমল পানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে ৩০টি দেশ ভ্রমণ করছে ফিফা বিশ্বকাপ। তার অংশ হিসেবে আগামীকাল বাংলাদেশ এসে পৌঁছুবে বিশ্বকাপ ট্রফি।

জানা গেছে, টিকিট নিশ্চিত করার শর্তে বিশ্বকাপ ট্রফির কাছাকাছি যেতে পারবেন সাধারণ সমর্থকরা, সঙ্গে ছবি তোলার সুযোগও থাকছে। তবে স্পর্শ করতে পারবে না কেউ।

আগামীকাল সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠান হবে। বেলা দেড়টার দিক থেকে ট্রফি রাখা হবে র‌্যাডিসন ব্লু হোটেলে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাডিসনেই ট্রফি দেখার এবং সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন সমর্থকরা। তারপর বাংলাদেশ থেকে উড়াল দিবে বিশ্বকাপ ট্রফি।

গত ৩ জানুয়ারি ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে বিশ্বভ্রমণ শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির।

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকোতে। আসন্ন বিশ্বকাপে অংশ নিবে মোট ৪৮টি দল।

OR

Scroll to Top