ক্রিকেটারদের সঙ্গে বিকেলে বৈঠক ডাকলেন ক্রীড়া উপদেষ্টা – DesheBideshe

ক্রিকেটারদের সঙ্গে বিকেলে বৈঠক ডাকলেন ক্রীড়া উপদেষ্টা – DesheBideshe

ক্রিকেটারদের সঙ্গে বিকেলে বৈঠক ডাকলেন ক্রীড়া উপদেষ্টা – DesheBideshe

ঢাকা, ২২ জানুয়ারি – মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক দফা বৈঠকের পর আইসিসির জরুরি সভার মাধ্যমে বাংলাদেশকে ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলতে হবে জানিয়ে দেওয়া হয়েছে।

আইসিসি বাংলাদেশকে একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর সময়ও বেঁধে দিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি ক্রিকেটারদের অবহিত করবেন। সেই বৈঠকে ক্রিকেটারদের মতামতও নেওয়া হবে। এর আগে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top