ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখার আহ্বান মুশতাকের

ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখার আহ্বান মুশতাকের

রাজনৈতিক কারণে বহুকাল ধরেই দ্বিপাক্ষিক সিরিজ থেকে দূরে আছে ভারত-পাকিস্তান। গত কয়েক বছরে আইসিসি টুর্নামেন্টের মুখোমুখি লড়াইয়েও বেড়েছে তিক্ততা। এবার পাকিস্তানের পর বাংলাদেশের সঙ্গে টানাপোড়নে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক। অনেক নাটকের পর ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক বলেছেন, ক্রিকেটকে বাঁচাতে চাইলে এখান থেকে রাজনীতিকে দূরে রাখতে হবে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। অনেক আলোচনার পরেও বাংলাদেশকে রাজি করাতে পারেনি আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপ।

রাজনৈতিক কারণে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করা ভালো চোখে দেখছেন না সাবেক ক্রিকেটাররা। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার এবং বাংলাদেশের সাবেক স্পিন বোলিং মুশতাকও খেলা থেকে রাজনীতিকে দূরে রাখার বার্তা দিয়েছেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি নির্মূল করা উচিত, কারণ এটা মানবতার জন্য ক্ষতিকর। রাজনীতি আমাদের শত্রু। এটা কেবল ক্রিকেটেরই ক্ষতি করে না, বরং সমগ্র মানবতার ক্ষতি করে। রাজনীতি খেলাধুলা ও খেলোয়াড়দের জন্য ক্ষতিই বয়ে আনে। ক্রিকেটের উদ্দেশ্য দেশগুলোর মধ্যে ঐক্য তৈরি করা, বিচ্ছিন্ন করা নয়।’

সাকলাইন আরও বলেছেন, ‘ক্রিকেট বিনোদনের বিষয়, যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ নয়। আমি বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি ইতিমধ্যেই আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছি, আমি খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোয় বিশ্বাসী নই।’

OR

Scroll to Top