ক্রিকেট দল না গেলেও ভারত সফরের অনুমতি পেল শুটিং দল – DesheBideshe

ক্রিকেট দল না গেলেও ভারত সফরের অনুমতি পেল শুটিং দল – DesheBideshe

ক্রিকেট দল না গেলেও ভারত সফরের অনুমতি পেল শুটিং দল – DesheBideshe

ঢাকা, ২৯ জানুয়ারি – ভারতের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের প্রভাবে বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফর করেনি। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশটিতে যাওয়ার অনুমতি পেয়েছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ও তার কোচ।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত চিঠিতে শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারত সফরের ছাড়পত্র দেওয়া হয়। এই আদেশটি ভারতে বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকায় ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। ক্রিকেট দল নিরাপত্তার কারণে ভারত সফর বাতিল করেছিল। বিশেষ করে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা এবং ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি মেনে না নেওয়ায় সরকার ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে দল পাঠায়নি।

এই পরিস্থিতিতে অন্য ইভেন্টের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক ছিল। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম জানিয়েছেন, ক্রিকেট ও শুটিংয়ের প্রেক্ষাপট ভিন্ন। শুটিং ফেডারেশন আয়োজকদের কাছ থেকে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জেনে মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। শুটিং রেঞ্জ একটি সংরক্ষিত এলাকা এবং সেখানে জনসমাগম কম হয় বলে নিরাপত্তার ঝুঁকিও ক্রিকেটের তুলনায় কম।

আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের দীর্ঘ পর্যালোচনার পর এই অনুমতি দেওয়া হয়েছে। অনুমতির পূর্বে ক্রীড়া উপদেষ্টা, সচিব এবং ফেডারেশন কর্মকর্তাদের মধ্যে একটি সভাও অনুষ্ঠিত হয়। বিগত আসরগুলোতে একাধিক শুটার অংশ নিলেও এবার শুধুমাত্র রবিউল ইসলাম ও তার কোচ ভারত যাচ্ছেন।

এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top