খালেদ-শরিফুলের বোলিং দাপটে বাংলাদেশের বিশাল জয়

খালেদ-শরিফুলের বোলিং দাপটে বাংলাদেশের বিশাল জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২১:২৭ | আপডেট: ৬ মে ২০২৫ ০১:৫৬

দুর্দান্ত বোলিং দাপটে জয়ের রাস্তাটা পাকা করেই রেখেছিলেন বোলাররা। পরে ব্যাটাররাও আর ভুল করেননি। দুই মিলিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে এই সিরিজটাকে বাংলাদেশ যে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে সেটা দল সাজানো দেখেই বুঝা যায়। জাতীয় দলে খেলা একঝাঁক ক্রিকেটারকে নিয়ে কিউই ‘এ’ দলের বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডও শক্ত দল নিয়ে এসেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে সেই অর্থে প্রতিদ্বন্দ্বীতা করতে পারলেন না কিউইরা।

সোমবার (৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং করে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ১৪৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ ‘এ’ দল। জবাব দিতে নেমে দারুণ সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন। তবে তরুণ ওপনারের ইনিংসটা লম্বা হয়নি। ১২ বলে ৬টি চারের সাহায্যে ২৪ রান করে আউট হয়েছেন।

অপর ওপেনার নাঈম শেখ ফিরেছেন ২০ বলে ১৮ রান করে। তবে  মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে তৃতীয় উইকেট জুটিটা বেশ জমেছিল এনামুল হক বিজয়ের। দুজনে দাপুটে ব্যাটিং করেছেন কিউইদের বিপক্ষে। বিজয় দলীয় ১০৮ রানে ফিরলে এই জুটি ভাঙে। স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ আউট হওয়ার আগে ৪৫ বলে ৩৮ রান করেন বিজয়।

অধিনায়ক নুরুল হোসেন সোহান আর মাহিদুল অঙ্কন বাকি কাজটা সেরেছেন। অঙ্কন শেষ পর্যন্ত ৬১ বলে ১ চার ৩ ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন। সোহান ২৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। ২৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের বোলিং দাপটে শুরুতে রীতিমতো অসহায় হয়ে পরেছিল নিউজিল্যান্ড। নতুন বলে কিউই তরুণদের কাঁপিয়েছেন বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। ১৩ রানের মাথায় নিউজিল্যান্ডের উইকেট তুলে নেয় বাংলাদেশ। পঞ্চম উইকেট হারিয়েছে ৪৩ রানে। এরপর থেকেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলট।

কিউইদের হয়ে আট নম্বরে নেমে ৬৪ বলে ৭২ রান করেছেন ফক্সক্রাফট। আর ওপেনার মারিউ করেন ৪২ রান। এই দুজনই কেবল দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। আজ নিউজিল্যান্ডের পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন।

৩৪.৩ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও তানভীর ইসলাম। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

সারাবাংলা/এসএইচএস

OR

Scroll to Top