গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৮:১৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৮:২১

পরীমণি ও তার সাবেক গৃহকর্মী পিংকি আক্তার

চিত্রনায়িকা পরীমণির গৃহকর্মী পিংকি আক্তার তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন গেল ১৭ এপ্রিল। তিনি বিভিন্ন গণমাধ্যম ও ইউটিউব চ্যানেলে পরীর বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ তুলেন। পরী বরবারই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ঘটনার প্রায় এক সপ্তাহ পরে পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ মামলা করেন তিনি। আগামী ৮ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। গণমাধ্যমকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন।

এদিন পরীমনি আদালতে উপস্থিত ছিলেন। এসময় তার পক্ষে আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব শুনানি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে পিংকি আক্তারের করা মামলার তদন্ত করার জন্য আদালত পিবিআইকে নির্দেশ দিয়েছিল।

সারাবাংলা/এজেডএস

পরীমণি
পিংকি আক্তার
মামলা
সাইবার ট্রাইব্যুনাল

OR

Scroll to Top