চট্টগ্রাম রয়্যালস তাদের নতুন সংযোজন হিসেবে আয়ারল্যান্ডের তারকা ব্যাটার পল স্টার্লিংকে দলে ভেড়ানোর কথা জানালো। ফ্র্যাঞ্চাইজির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় পল স্টার্লিং জাতীয় দল ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মারকুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত। সরাসরি চুক্তির মাধ্যমে এবার তাঁকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্টার্লিং খেলে ফেলেছেন ১৫৬ ম্যাচ, যেখানে সংগ্রহ ৩,৭৯৮ রান এবং স্ট্রাইক রেট ১৩৫.১৬। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮৪ ম্যাচে তার রান ৮,৯৭৭, অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৩ হাজার রান।
বিপিএলে তিনি আগে ৩টি দলের হয়ে ২২ ম্যাচ খেলেছেন। ১৪৫ স্ট্রাইকরেটে তার ব্যাট থেকে এসেছে ৪৪৩ রান। এছাড়া অফ-স্পিন বোলিং দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বিপিএলের বাইরে পিএসএল, হান্ড্রেড, এসএ২০, ভাইটালিটি ব্লাস্ট ও টি-টেনের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। নিজের দিনে স্টার্লিং হয়ে উঠতে পারেন দারুণ ভয়ঙ্কর ওপেনার।
স্টার্লিংকে দলে নেওয়ার সঙ্গে চট্টগ্রামে বিদেশিদের সংখ্যা এখন ৪। এর মধ্যে দু’জন শ্রীলঙ্কার—নিরোশান ডিকভেলা ও অ্যাঞ্জেলো পেরেরা, যাদের নিলামে দলে ভেড়ানো হয়েছিল। এর আগে সরাসরি চুক্তিতে পাকিস্তানের আবরার আহমেদকেও দলে নেওয়া হয়েছিল।
চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড
স্থানীয় ক্রিকেটার:
শেখ মেহেদী হাসান (সরাসরি চুক্তি), তানভীর ইসলাম (সরাসরি চুক্তি), মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফুজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান।
বিদেশি ক্রিকেটার:
আবরার আহমেদ (পাকিস্তান/সরাসরি চুক্তি), নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), পল স্টার্লিং (আয়ারল্যান্ড/সরাসরি চুক্তি)।






