চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১ জনে। শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬২ জন। ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৪৮ জন, ঢাকা বিভাগে ১৮, ময়মনসিংহ বিভাগে ৫, চট্টগ্রাম বিভাগে ৪০, খুলনা বিভাগে ৬ ও সিলেট বিভাগে ৩।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৮৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৪১ জন।প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।
ঢাকাপ্রতিদিন/এআর

OR

Scroll to Top