জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী দল – DesheBideshe

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী দল – DesheBideshe

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী দল – DesheBideshe

ঢাকা, ১৮ জানুয়ারি – শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারির ব্যাটে প্রথমে লড়াকু সংগ্রহ গড়ে তোলে বাংলাদেশ নারী দল। পরে নাহিদা ও রিতু মনির কার্যকর বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সহজ জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৫৯ রান। জবাবে যুক্তরাষ্ট্র ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে ইনিংস শেষ করে।

লক্ষ্য তাড়ায় নেমে দিশা ধিংরা ও চেতনা পাগিদ্যালার জুটিতে ভালো শুরু পায় যুক্তরাষ্ট্র। দিশা ধিংরা করেন ২৩ রান এবং চেতনা পাগিদ্যালা করেন ৩৬ রান। তবে এরপর নাহিদার স্পিনে একের পর এক উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়ে।

এলা ক্লারিজ করেন ৪ রান, চুধাসামা ৯, পুজো গণেশ ৫, তারানুমা চোপড়া ১০ এবং মাদভানা অপরাজিত থাকেন ১২ রানে। ঋতু সিং ৪টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে ৩৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে নাহিদা নেন ৪টি উইকেট, ঋতু মনি নেন ৩টি এবং রাবেয়া নেন ২টি উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬ রানে প্রথম উইকেট হারায়। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়ারিয়া ফেরদৌস দুজনই ১৭ রান করে আউট হন। শারমিন আক্তার সুপ্তা ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ২ রান, সোবহানা মোস্তারি করেন ৩২ রান, স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ১৬ রানে এবং রাবেয়া খান অপরাজিত থাকেন ৬ রানে। যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাদভানা নেন ৩টি উইকেট এবং ঈশানী ভাঘেলা নেন ২টি উইকেট।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top