টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছে জয় পেয়েছিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে আজ মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দ্বিতীয় ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের পরিবর্তে দলে ঢুকেছেন তানজিম হাসান সাকিব। স্পিনার রিশাদের পরিবর্তে এসেছেন নাসুম আহমেদ।

নেদারল্যান্ডস একাদশেও এসেছে একটি পরিবর্তন। টিম প্রিঙ্গেলের বদলে একাদশে এসেছেন সিকান্দার জুলফিকার।

বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস একাদশ- ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, অনি তেজা, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, কাইল কেলিন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।

OR

Scroll to Top