নিজস্ব প্রতিবেদক :
চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।
ড্যাব নির্বাচনে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বীতা করে ডা. জহিরুল ইসলাম শাকিল ১৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান (১০৭৯ ভোট)।
ডা. শাকিল রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে ডা. শাকিল ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-মহাসচিব, বিএমএ কেন্দ্রীয় কমিটির সাবেক দুই বারের নির্বাচিত সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
এছাড়া ডা. শাকিল চেস্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সভাপতি এবং বিএমআরসি’র ভাইস চেয়ারম্যান। এছাড়াও সাবেক ছাত্রদল নেতা ডা. শাকিল সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি (১৯৯০), সাবেক সভাপতি ও সেক্রেটারি ছাত্রদল সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ শাখা এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিগত আওয়ামী সরকারের চরম শোষণ ও নিপীড়নের কারণে পেশাগত সকল প্রকার পদোন্নতিবঞ্চিত হয়ে বেশিরভাগ সময়ে মফস্বলেই কাটিয়েছেন ডা. শাকিল। তারপরও হাল ছাড়েননি তিনি। দীর্ঘদিন ড্যাব এ কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে আসা ডা. শাকিল নির্বাচনে মহাসচিব পদে বিজয়ী হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩ হাজার ১১৭ ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ জন ভোট দেন।