তামিমের কারণে বিসিবি নির্বাচনে থাকছেন না আকরাম খান

তামিমের কারণে বিসিবি নির্বাচনে থাকছেন না আকরাম খান

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিবেন না আকরাম খান। সাবেক অধিনায়ক ও দীর্ঘদিন বিসিবির পরিচালক পদে দায়িত্ব পালন করা আকরাম ঠিক কী কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না তা খোলাসা করেছেন আজ। মূলত তামিম ইকবালের কারণে সরে দাঁড়িয়েছেন আকরাম।

সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির নির্বাচনে লড়াই ঘোষণা দিয়েছেন। প্রথমে পরিচালক হওয়ার চেষ্টা এবং পরে সুযোগ থাকলে সভাপতি হতে চান, তামিমকে নিয়ে আলোচনা এমনই। ব্যক্তিগত সম্পর্কে তামিম ইকবাল ও আকরাম খান চাচা-ভাতিজা। একই পরিবারের দুই জন নির্বাচন করাটা ভালো দেখায় না, বলেছেন আকরাম খান।

সংবাদ মাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘আপনারা জানেন পরিবারের আরেকজন সদস্য অংশগ্রহণ করছে। আমার মনে হয় ক্রিকেট বোর্ডে এক পরিবার থেকে দুইজন লোক থাকা—এটা আমার কাছে পছন্দ না। ও (তামিম ইকবাল) তো আমার ছোট, আমার ছেলের মতো। ওকে আমি কোলে নিয়েছি। এজন্য আমি সরে আসছি। দুজন থাকা—এটা আসলে ভালো দেখায় না। বয়সেরও তো একটা ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করব না।’

প্রথমে নির্বাচন না করার কথা বললেও সম্প্রতি বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। ধারণা করা হচ্ছে সভাপতি পদের লড়াইটা তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের মধ্যেই হবে।

আকরাম খান বললেন, যেই সভাপতি নির্বাচিত হোক যেন ক্রিকেটের স্বার্থে কাজ করেন। আকরাম বলেন, ‘বার্তা মানে তামিম বলেন বা বুলবুল বলেন যেই আসুক—একজন আমার আত্মীয়, একজন কলিগ। বাংলাদেশের ক্রিকেটের যেন ভালো হয় সেই জিনিসটা চাই। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা হয়েছে আপনার সম্মান। এখন যেটা দেখা যাচ্ছে স্বার্থের জন্য অন্যকে অনেক অসম্মানিত করা হচ্ছে। এই জিনিসটা আসলে সহ্য করার মতো না। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্রিকেট। ক্রিকেট ছাড়া আমি ব্যবসায়ী দিক, কোনো রাজনীতিবিদ, রাজনীতির হিসেবেও কিন্তু আমি আসিনি। সুতরাং ক্রিকেট নিয়ে যদি কোনো ধরনের অসম্মান হয় সেটা সহ্য করার মতো না।’

সবকিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচিত ২৫ নির্বাচক পরে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করবেন।

OR

Scroll to Top