তামিম-শান্ত ব্যর্থ, ইমনের হাফ সেঞ্চুরি

তামিম-শান্ত ব্যর্থ, ইমনের হাফ সেঞ্চুরি

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ব্যাটিং করতে নেমে টপ অর্ডার দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দ্রুত ফিরেছেন। তবে দারুণ এক ফিফটি করেছেন অপর ওপেনার পারভেজ হোসেন ইমন।

ইমনের ব্যাটে একশ পেরিয়েছে বাংলাদেশের ইনিংস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.৩ ওভারে ২ উইকেটে বাংলাদেশের রান ১০৬। পারভেজ হোসেন ইমন ৬৩ রানে অপরাজিত আছেন। ৭ রানে অপরাজিত তাওহিদ হৃদয়।

শনিবার (৫ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং শুরু করতে নামা বাংলাদেশ শুরুতেই উইকেট হারিয়েছে। আগের ম্যাচে দারুণ একটা ইনিংস খেলা তরুণ ওপেনার তামিম আজ ১১ বলে ৭ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

তিনে নামা নাজমুল হোসেন শান্তও সুবিধা করতে পারেননি। ১৯ বলে ২টি চারে ১৪ রান করে ফিরেছেন। তবে ফেরার আগে ইমনের সঙ্গে ভালো একটা জুটি গড়েছেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান তুলেছেন দুজন, যার ৩৭ রানই এসেছে ইমনের ব্যাট থেকে।

OR

Scroll to Top