দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বড় স্কোরের স্বপ্ন দেখিয়েও হতাশ করল বাংলাদেশ দল। উড়ন্ত শুরুর পর ব্যাটিং ব্যর্থতায় আফগানদের বিপক্ষে ৫ উইকেটে ১৫৪ রানের পুঁজি পেয়েছে লিটন দাসের দল।
টসে জিতে আজ ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে জয় তো বটেই, বাংলাদেশের লক্ষ্য আজ আফগানদের বড় ব্যবধানে হারানো।
প্রথম দুই ম্যাচে হতাশ করেছিল দলের ওপেনিং জুটি। আজ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমেই বাজিমাত করেছেন সাইফ। তামিম-সাইফ জুটির ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উইকেট হারায়নি বাংলাদেশ। এই জুটি তোলে ৬৩ রান।
সাইফকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন রশিদ খান। ৩০ রানে ফিরেছেন সাইফ। সাইফ ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। ৩১ বলে ৫২ রান করে তামিম ফেরেন নুর আহমেদের বলে।
এরপর থেকেই শুরু বাংলাদেশের বিপর্যয়। এক তাওহিদ হৃদয় ছাড়া কেউই ২০ রান ছুঁতে পারেননি। রানের গতি কমেছে প্রতি ওভারেই।
শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৫০ পেরিয়েছে জাকের ও সোহানের সুবাদে। ৫ উইকেটে ১৫৪ রানে থামে বাংলাদেশ। দুটি করে উইকেট নিয়েছেন রশিদ ও নুর।