দেখা মিললো অচেনা এক রাজের

দেখা মিললো অচেনা এক রাজের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৬:১৭

‘পরান’, ‘দামাল’ দিয়ে দর্শকদের মন কেড়েছেন শরিফুল রাজ। সে রাজ মাঝে ব্যক্তিজীবনের নানান বিতর্কে অভিনয় থেকে অনেকটাই দূরে ছিলেন। বলা যায় লম্বা একটা বিরতিতে চলে গিয়েছিলেন। তবে এ সময়ে তিনি যে বসে ছিলেন না, তার প্রমাণ ‘ইনসাফ’-এর পোস্টারে। গতকাল প্রকাশিত পোস্টারে দেখা মিললো নতুন এবং অচেনা এক শরিফুল রাজের।

পুরো চেহারা জুড়ে রক্ত, ঠোঁটে ফুটে উঠেছে ক্রুর হাসি, হাতে রক্তমাখা কুড়াল─এমনই রূপে পোস্টারে দেখা গেছে রাজকে। নির্মাতা সঞ্জয় সমাদ্দার পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন─ ‘ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!’

পোস্টারের বিষয়ে সঞ্জয় সমাদ্দার জানান, সিনেমার প্রথম পোস্টারে বেশ সাড়া পাচ্ছেন। অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস তার।

‘ইনসাফ’ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। এছাড়া খবর মিলেছে, এই সিনেমায় ভিলেন চরিত্রে হাজির হচ্ছেন ‘চক্কর’ নায়ক মোশাররফ করিম।

বলা দরকার, ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডের ‘মানুষ’ বানিয়ে। সিনেমাটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছেন।

উল্লেখ্য, ‘ইনসাফ’ মুক্তি পাবে আসছে ঈদুল আযহায়।

সারাবাংলা/এজেডএস

ইনসাফ
পোস্টার
শরিফুল রাজ

OR

Scroll to Top