নাজমুলকে শোকজ করল বিসিবি, বিপিএলের ম্যাচে মাঠে নামেননি ক্রিকেটাররা – DesheBideshe

নাজমুলকে শোকজ করল বিসিবি, বিপিএলের ম্যাচে মাঠে নামেননি ক্রিকেটাররা – DesheBideshe

নাজমুলকে শোকজ করল বিসিবি, বিপিএলের ম্যাচে মাঠে নামেননি ক্রিকেটাররা – DesheBideshe

ঢাকা, ১৫ জানুয়ারি – বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলামকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে অনড় অবস্থানে রয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তাদের ঘোষণার অংশ হিসেবে নির্ধারিত সময়েও বিপিএলের ম্যাচ খেলতে মাঠে নামেননি ক্রিকেটাররা। দুপুর ১টায় মিরপুরে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও একই সময়ে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সংবাদ সম্মেলন ডাকে কোয়াব—যা স্পষ্ট করে দেয়, অন্তত নির্ধারিত সময়ে ম্যাচে অংশ নিচ্ছেন না খেলোয়াড়রা।

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে মন্তব্য করেন, তা নিয়েই মূলত এই বিতর্কের সূত্রপাত। তিনি বলেন, বিশ্বকাপে না খেললে বিসিবির নয়, বরং ক্রিকেটারদেরই ক্ষতি হবে—কারণ ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস তারাই পান। এ ছাড়া পারফরম্যান্স খারাপ হলে ক্ষতিপূরণ দেওয়ার যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কোয়াব রাতেই ভার্চুয়াল সভা করে। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক হিসেবে এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি স্পষ্ট করে বলেন, নাজমুল ইসলাম ম্যাচের আগে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করা হবে।

পরিস্থিতির প্রেক্ষিতে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক মন্তব্য অনুচিত, আপত্তিকর এবং খেলোয়াড়দের জন্য কষ্টদায়ক হতে পারে। এ জন্য বোর্ড দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, এমন বক্তব্য বিসিবির নীতি ও পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিসিবি আরও সতর্ক করে বলেছে, ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ বা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে যে কেউ—পরিচালক হলেও—শৃঙ্খলামূলক ব্যবস্থার বাইরে থাকবেন না। একই সঙ্গে বোর্ড পুনর্ব্যক্ত করেছে, ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের মূল কেন্দ্রবিন্দু এবং তাদের মর্যাদা ও কল্যাণ রক্ষায় বিসিবি অটল থাকবে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top