
ঢাকা, ২০ জানুয়ারি – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য নিয়ে গত বৃহস্পতিবার ক্রিকেটাঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। বিসিবি তখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হয়নি। পরে রাতে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি। এর পর তাকে শোকজ করা হয়, যার জবাব তিনি দুই দিন পর দেন।
বিসিবি নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব পাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায় নাজমুল শেষ রোববার ডিসিপ্লিনি কমিটির কাছে জবাব দেন। এরপর চিঠি পড়ে বাকি সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডের সামনে রাখা হয়।
আজ মঙ্গলবার জানা গেছে, আগামী ২৪ জানুয়ারি (শনিবার) বিসিবির বোর্ড সভায় নাজমুল ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।
উল্লেখ্য, ১৪ জানুয়ারি নাজমুল বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এর জবাবে তিনি বলেন, “বিসিবি ক্ষতিপূরণ দেবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। তারা ম্যাচ ফি পান, পারফরম্যান্স অনুযায়ী আলাদা ফি পান, এটা শুধুই ক্রিকেটারের পাওয়া।”
নাজমুলের মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করে এবং বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এর ফলে পরের দিন বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হয়। পরে বিসিবি ও কোয়াবের বৈঠকের পর শর্তসাপেক্ষে ক্রিকেটাররা খেলায় ফেরেন এবং বিসিবি নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
এনএন/ ২০ জানুয়ারি ২০২৬









