
ঢাকা, ১৬ জানুয়ারি – ক্রিকেটারদের বয়কটের কারণে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে নোয়াখালী এক্সপ্রেস।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালীকে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
চট্টগ্রাম রয়্যালসের একাদশে রয়েছেন নাঈম শেখ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, হাসান নেওয়াজ, অধিনায়ক শেখ মাহেদী হাসান, আসিফ আলি, আমির জামাল, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মুকিদুল ইসলাম।
নোয়াখালী এক্সপ্রেসের একাদশে আছেন হাসান ইসাখিল, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, অধিনায়ক হায়দার আলি, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, ইহসানউল্লাহ ও জহির খান।
এর আগে বৃহস্পতিবার সারাদিন নানা নাটকীয়তার কারণে নির্ধারিত কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। একদিকে খেলোয়াড়রা নিজেদের মধ্যে বৈঠক ও সংবাদ সম্মেলনের জন্য হোটেলে অবস্থান করছিলেন, অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের অন্যান্য পরিচালকরা মিরপুর স্টেডিয়ামের মাঠে সময় কাটান। এর মধ্যেই বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দেওয়া হলেও ক্রিকেটাররা তাদের অবস্থান থেকে সরে আসেননি। পরে রাতে বিসিবির সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব শর্তসাপেক্ষে শুক্রবার থেকে আবার খেলায় ফেরার ঘোষণা দেয়।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬









