ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : চারদিন পর মাঠে নেমেছিল পেশোয়ার জালমি। পিএসএলের লড়াইয়ে টিকে থাকতে হলে গতকাল জিততেই হতো। কঠিন এমন সমীকরণের ম্যাচে ছিলেন না বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তবে ইসলামাবাদ ইউনাইটেডকে হারাতে বেগ হতে হয়নি। দেড়শ রানের কমের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই পেরিয়েছে বাবর আজমের দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার বিদেশি নিয়ে নেমেছিল পেশোয়ার। উইকেট বিবেচনায় পেসার নিয়েছিল চারজন। বিদেশি কোটার কারণে হয়ত থাকেননি রানা। তবে ঠিক কোন কারণে তাকে একাদশে বিবেচনা করা হয়নি, তা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
পিএসএল টেবিলের ৫ নম্বরে আছে বাবরের দল পেশোয়ার। ৭ ম্যাচে ৬ পয়েন্ট। শীর্ষ চারে যথাক্রমে ইসলামাবাদের ১০, লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্লাডিয়েটরসের ৯ এবং করাচি কিংসের পয়েন্ট ৮। শীর্ষ চারে থাকতে হলে বাকি তিন ম্যাচেও জিততে হবে নাহিদদের।
সোমবার (৫ মে) মুলতান সুলতানসের বিপক্ষে লড়বে পেশোয়ার। এরপর ৮ মে তাদের প্রতিপক্ষ করাচি কিংস এবং গ্রুপ পর্রেব শেষ ম্যাচ রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সের বিপক্ষে খেলবে নাহিদদের পেশোয়ার। এই তিন ম্যাচে নাহিদ খেলবেন কিনা, তা জানা যায়নি।
নাহিদের পিএসএল অভিষেকের অপেক্ষা যেমন বেড়েছে, তেমন পেশোয়ারের শঙ্কা কাটানোর অপেক্ষাও থাকছে। টেবিলের শীর্ষে থাকা ইসলামাবাদের বিপক্ষে হারলে বাবরের বিদায় নিশ্চিত হয়ে যেত। তবে সেটি হতে দেননি পেশোয়ারের বোলাররা। সাদাব খানদের শুরুতে ১৪৩ রানে আটকে দিয়েছেন।
পরে দুই ফিফটিতে এসেছে সহজ জয়। টিকে থাকার ম্যাচে ৪৯ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন বাবর। ৩৩ বলে ৫৫ রান করে দলের জয়ের পথ সহজ করে দেন ম্যাজ সাদাকাত। এই জয়ে টেবিলে পেশোয়ারের অবস্থানের পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা ইসলামাবাদেরও না। তবে শেষ চারে ওঠা লড়াই আপাতত পিএসএলে জমে গেছে।
ঢাকাপ্রতিদিন/এআর







