ক্রিকেট দুনিয়ায় আবারও বাংলাদেশের দুই তারকার নাম উচ্চস্বরে উচ্চারিত হচ্ছে। আইপিএলের মিনি নিলাম সামনে রেখে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ। কারণও যথেষ্ট—সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি রুপি, আর কাটার মাস্টার মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি! আইপিএলে নতুন উত্তেজনার নাম বাংলাদেশ।
আইপিএল ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি এতটা প্রাথমিক আগ্রহ খুব কমই দেখা গেছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের নাম এবার ঠাঁই পেয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের তালিকায়, যেখানে জায়গা পেয়েছেন মাত্র ৪৫ জন। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আছেন ১ কোটির ব্র্যাকেটে—যা তাঁর অভিজ্ঞতা, ম্যাচ উইনার উপস্থিতি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রয়োজনীয়তার প্রতিফলন।
এবারের মিনি নিলামটি হতে যাচ্ছে বেশ জমজমাট। ১,৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন অংশগ্রহণের জন্য—যা নিজেই একটি রেকর্ডের ইঙ্গিত দেয়।
গত ৩০ নভেম্বর নিবন্ধন শেষ হওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিদের হাতে তালিকা তুলে দিয়েছে, আর সেই তালিকায় সাকিব–মুস্তাফিজের নাম দেখেই অনেক দল শুরু করেছে নিজেদের কম্বিনেশন নিয়ে হিসাব–নিকাশ।
বলিউড ঝলক, কোটি টাকার বাজি, ক্রিকেটীয় কৌশলের লড়াই—সব মিলে আইপিএলের নিলাম মানেই এক উৎসব। সেখানে বাংলাদেশের দুই তারকার প্রতি আগ্রহ দেখাচ্ছে যে বাড়ছে, সেটি নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য বড় ইতিবাচক বার্তা।
এখন অপেক্ষা—কে কোন দলে? কত দামে? আর কোন ভূমিকায় আগামী মৌসুমে দেখা যাবে সাকিব ও মুস্তাফিজকে?
নিলামের দিনটিই বলে দেবে নতুন গল্প।







