প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রণয়ন ও যৌক্তিক দাম নির্ধারণে আয়ুর্বেদিকসহ বিভিন্ন শাখার বিশেষজ্ঞদের বাদ দিয়ে ১৮ সদস্যের টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের সংশ্লিষ্টদের কাছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এদিন আদালত আরও জানতে চেয়েছেন, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ১৩ ধারা এবং ২০২৪ সালের ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদের নির্দেশনার পরিপন্থি হওয়ার পরও গত বছর ২৪ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষজ্ঞদের বাদ দিয়ে টাস্কফোর্স গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না? একইসঙ্গে টাস্কফোর্সে সব অংশীজনকে অন্তর্ভুক্ত না করার বিষয়টিও কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আইন ও নির্দেশনা অনুযায়ী কেন সব অংশীজনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রণয়ন ও দাম নির্ধারণে সুপারিশ দিতে ১৮ সদস্যের টাস্কফোর্স গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ এ কে মাহবুবুর রহমানসহ দুজন সম্প্রতি হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম জাগলুল হায়দার আফ্রিক ও সানজিদ রহমান শুভ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।
সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, ২০২৪ খ্রিষ্টাব্দের ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদ (মন্ত্রিপরিষদ বিভাগ) অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা অনুমোদনের বিষয়ে নির্দেশনা দেয়। এতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা’ প্রণয়ন সময়োপযোগী, তবে ওই তালিকা সব অংশীজনের সমন্বয়ে উচ্চপর্যায়ের টাস্কফোর্স পুনঃপর্যালোচনা করবে। অপর সিদ্ধান্তে বলা হয়, অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যতা ও প্রাপ্যতা নিশ্চিতকল্পে স্বাস্থ্যসেবা বিভাগ সব অংশীজন সমন্বয়ে টাস্কফোর্স গঠন করবে। টাস্কফোর্স অত্যাবশ্যকীয় ও জীবন রক্ষাকারী ওষুধের তালিকা প্রণয়ন এবং ওষুধের যৌক্তিক দাম নির্ধারণসংক্রান্ত মতামত বা সুপারিশসংবলিত প্রতিবেদন স্বাস্থ্যসেবা বিভাগ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে।
পরবর্তী সময়ে অত্যাবশ্যকীয় ওষুধের জাতীয় তালিকা প্রণয়ন ও প্রাপ্যতা নিশ্চিতে করণীয় বিষয়ে সুপারিশের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহিনুল আলমকে সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (ঔষধ প্রশাসন অনুবিভাগ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানকে সদস্যসচিব করে ১৮ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। গত বছর ২৪ জুলাই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্যসেবা বিভাগের ঔষধ প্রশাসন-১ শাখা।







