৯ কোটি ২০ লাখ রুপি—আইপিএল নিলামের টেবিলে এমন অঙ্ক দেখেই বোঝা যায়, দ্য ফিজ এবার শুধু একজন পেসার নন, বড় এক পরিকল্পনার অংশ। মোস্তাফিজুর রহমানকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স যে বাজি ধরেছে, তা নিছক চমক নয়—এটা হিসাব করা বিনিয়োগ।
যে মোস্তাফিজকে একসময় তিন কোটি রুপিতেও দল পেতে দ্বিধা ছিল, সেই মোস্তাফিজের জন্য এবার তিন গুণের বেশি অর্থ খরচ করেছে কলকাতা। প্রশ্নটা তাই স্বাভাবিক—কেন? উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হয় কলকাতার ডাগআউটে। মোস্তাফিজকে দলে পেয়েই কোচ অভিষেক নায়ারের মুখের হাসিই বলে দিচ্ছিল, এই বাঁহাতি পেসার তাঁদের পরিকল্পনায় কতটা গুরুত্বপূর্ণ।
মোস্তাফিজ মানেই ভিন্নতা। নতুন বলে কাটার, মাঝের ওভারে নিয়ন্ত্রণ, আর ডেথে ব্যাটারদের মাথাব্যথা—এই তিন অস্ত্রই তাঁকে আলাদা করে তোলে। আইপিএলের মতো প্রতিযোগিতায় এমন বোলারই দলকে ম্যাচ জেতায়, আর ঠিক এখানেই কলকাতার আস্থা ফিজের ওপর।
তবে প্রশ্ন থেকে যায়—এবার কি নিয়মিতই খেলবেন মোস্তাফিজ? তারকায় ঠাসা কলকাতা দলে সুযোগ পাওয়া সহজ নয়। ভালো খেলোয়াড়ের অভাব যেমন সমস্যা, তেমনি অতিরিক্ত ভালো খেলোয়াড় থাকাও নির্বাচনে জটিলতা তৈরি করে। দুবাইয়ের মিনি নিলাম থেকে একের পর এক নাম কিনে কলকাতা গড়েছে শক্তিশালী স্কোয়াড।
তারপরও একটা ব্যাপার পরিষ্কার—৯ কোটি ২০ লাখ রুপি কেবল নামের জন্য নয়। কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে নিয়েছে ম্যাচ জেতার অস্ত্র হিসেবে। মাঠে সুযোগ পেলেই দ্য ফিজ যে নিজের মূল্য প্রমাণ করতে জানেন, তা বাংলাদেশি দর্শক তো বটেই, আইপিএলও ভালো করেই জানে।







