বছরজুড়ে ৩৪ শহরে বিটিএসে’র বিশ্ব সফর ঘোষণা

বছরজুড়ে ৩৪ শহরে বিটিএসে’র বিশ্ব সফর ঘোষণা

চার বছর পর বিশ্ব মঞ্চে ফিরছে কোরিয়ান পপ গ্রুপ বিটিএস। ইতিহাস গড়তে যাচ্ছে কে-পপের সবচেয়ে বড় বিশ্ব সফর নিয়ে। পাঁচ মহাদেশ জুড়ে সবচেয়ে বিশাল কে-পপ সফরে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ৩৪টি শহরে মোট ৭৯টি শো।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বৈশ্বিক ফ্যান প্ল্যাটফর্ম উইভার্সে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই বিশ্ব সফরের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় আনুষ্ঠানিক ‘বিটিএস ওয়ার্ল্ড ট্যুর’ পোস্টার।

বিটিএসের বিশ্ব সফরের যাত্রা শুরু হবে দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গয়াং থেকে। এরপর উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করবে বিটিএস। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাপান ও মধ্যপ্রাচ্যের অতিরিক্ত তারিখ শিগগিরই ঘোষণা করা হবে, যা সফরটিকে আরও বিস্তৃত করবে।

গয়াং স্পোর্টস কমপ্লেক্সে ৯ এপ্রিল এবং ১১-১২ এপ্রিল তিনটি শো দিয়ে সফর শুরু করবে বিটিএস। এছাড়া ১২ ও ১৩ জুন বুসানে কনসার্ট করার কথা রয়েছে।

উত্তর আমেরিকায় সফর পর্ব শুরু হবে ২৫-২৬ এপ্রিল ফ্লোরিডার টাম্পা শহরে। এই পর্বে ১২টি শহরে মোট ২৮টি শো অনুষ্ঠিত হবে। সফরের অংশ হিসেবে বিটিএস প্রথমবারের মতো পারফর্ম করবে টেক্সাসের এল পাসোর সান বোল স্টেডিয়াম এবং ম্যাসাচুসেটসের ফক্সবরোর গিলেট স্টেডিয়ামে। এই দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম কে-পপ কনসার্ট হবে এটি।

জুন থেকে জুলাইয়ের মধ্যে ইউরোপ পর্বে পাঁচটি শহরে ১০টি কনসার্ট করবে গ্রুপটি। লন্ডন ও প্যারিসের পাশাপাশি মাদ্রিদ ও ব্রাসেলসে প্রথমবারের মতো একক শো করবে বিটিএস।

দক্ষিণ আমেরিকা পর্বে সাও পাওলো ও আর্জেন্টিনার বুয়েনোস আইরেসসহ পাঁচটি শহর অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সফর সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বিশ্ব সফরের আগে, আগামী ২০ মার্চ বিটিএস প্রকাশ করবে তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম। ১৪ ট্র্যাকের এই অ্যালবামটি সেনাবাহিনী থেকে ফেরার পর এবং প্রায় তিন বছর নয় মাস পর ব্যান্ডটির পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন।

OR

Scroll to Top