বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

মোস্তাফিজুর রহমানকে হুট করে আইপিএল থেকে বাদ দেওয়ায় অবশেষে কড়া প্রতিক্রিয়া দেখাল বাংলাদেশ। বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সরকারি সূত্র বলছে, মোস্তাফিজুর রহমানের মতো একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। জাতীয় স্বার্থে ও দেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে হুট করেই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণা নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। খেলার মধ্যে রাজনীতিকে টেনে আনার সমালোচনা হচ্ছে সর্বোত্র। মোস্তাফিজকে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স।

এদিকে, প্রতিক্রিয়া হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্তও এলো।

OR

Scroll to Top