বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

ঘন কুয়াশা ও ভেজা মাঠের কারণে পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

দীর্ঘ অপেক্ষার পরও যখন মাঠ শুকানো সম্ভব হয়নি, তখন এক বলও না গড়িয়েই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১–০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আফগানিস্তানকে ৫ রানে হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশ দল।

তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৪ নভেম্বর। আবহাওয়ার কারণে সেই ম্যাচের ভাগ্যে কি আছে সেটাই দেখার বিষয়।

OR

Scroll to Top