
ইসলামাবাদ, ১৯ জানুয়ারি – আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপসংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান অবজারভার।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, পরবর্তী করণীয় নিয়ে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে জানানো হবে। একই সঙ্গে যদি বিশ্বকাপে পাকিস্তান অংশ না নেয়, সে ক্ষেত্রে কী ধরনের বিকল্প পরিকল্পনা নেওয়া যেতে পারে, তা নিয়ে একটি সমান্তরাল পরিকল্পনা তৈরি করে জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি।
এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের যে সিদ্ধান্ত, সেটিকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগকে ‘যুক্তিসংগত ও ন্যায্য’ বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও তাদের অবস্থান নতুন করে ভাবতে পারে। এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ করা হবে কি না, সেটিও পুনরায় বিবেচনা করতে পারে পিসিবি।
সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা এবার পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরই প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে এই বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আসরটি।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই যেতে হবে। নইলে বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়াসংক্রান্ত সংকটের মুখে পড়তে হতে পারে।
এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬









