বাংলাদেশের সামনে এখন বড় লক্ষ্য একটাই, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা। র্যাংকিংয়ের ১০ এ থাকা বাংলাদেশ সেরা ৮ এ উঠে আসার লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্দিজের। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে কোন দল?
ওয়ানডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৪৭ ম্যাচে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি। ২৪ জয় নিয়ে কিছুটা এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের জয় পেয়েছে ২১ বার। দুটি ম্যাচে কোন ফলাফল আসেনি।
নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ১১ ম্যাচে। ঘরের মাঠে বাংলাদেশের জয় ৯ ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে ক্যারিবিয়ানদের জয় ১০ ম্যাচে। বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে জিতেছে ৮ বার।
নিরপেক্ষ ভেন্যুতে এগিয়ে আছে বাংলাদেশ। তারা জিতেছেন ৪ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজের জয় ৩ ম্যাচে।
শেষ ৫ দেখায় ৩ বার জয় পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের জয় ২ ম্যাচে। সবশেষ ৫০ ওভারের ফরম্যাটে দুই দলের দেখা হয়েছিল ২০২৪ সালের ১২ ডিসেম্বর। সেন্ট কিটস এন্ড নেভিসের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটের জয় তুলে নেয়।
আজ দুপুর ১.৩০ মিনিটে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।







