বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ যেভাবে দেখবেন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ যেভাবে দেখবেন

ওয়ানডে সিরিজে রোমাঞ্চকর এক লড়াই শেষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল টি-২০ সিরিজ খেলতে এখন চট্টগ্রামে। আজ চট্টগ্রামের শহিদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সফরে এসে মিরপুরের সেই বিতর্কিত কালো পিচে মাঠে নামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবেই ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। সুপার ওভারের সেই রোমাঞ্চে ১ রানের জয় পায় শাই হোপের দল।

সিরিজের শেষ ম্যাচে অবশ্য দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর এবার তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি দুই দল।

আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে।

এছাড়াও অনলাইনে টি-স্পোর্টস অ্যাপস, ফ্যানকোডে সরাসরি দেখা যাবে টি-২০ সিরিজের আজকের ম্যাচসহ তিনটি ম্যাচই। ২৯ ও ৩১ অক্টোবর একই স্টেডিয়ামে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

OR

Scroll to Top