এশিয়া কাপের বাকি আর মাত্র ১০ দিন। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজ সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচ টি-২০ সিরিজ।
টি-২০ ফরম্যাটে বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছে খুব কম ম্যাচেই। ৫ দেখায় অনেকটাই এগিয়ে বাংলাদেশ। ৪ ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগাররা। নেদারল্যান্ডস জয়ের স্বাদ পেয়েছে মাত্র এক ম্যাচে।
বাংলাদেশ ঘরের মাঠে ডাচদের বিপক্ষে কখনো মাঠে নামেনি। তাদের ৪ জয়ের একটি এসেছে প্রতিপক্ষের মাঠে। ৩টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে।
নেদারল্যান্ডস তাদের একমাত্র জয় পেয়েছে নিজেদের মাঠে।
টি-২০ ফরম্যাটে সবশেষ দুই দেখায় দুইবারই ডাচদের হারিয়েছে বাংলাদেশ। এই ফরম্যাটে দুই দলের শেষ দেখা হয়েছিল ২০২৪ সালের ১৩ জুন। সেই ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়েছিল বাংলাদেশ।
আজ সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-২০।