এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেপাল গিয়েছেন তারা। নেপালে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। দুই ম্যাচের প্রথমটিতে আজ মুখোমুখি দুই দল।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সফরের প্রথম ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল। বাংলাদেশ সময় বিকাল ৫.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
নেপাল সফরে বাংলাদেশ স্কোয়াডে নেই হামজা চৌধুরী, শমিত সোম, মোরসালিন, আল আমিন, ফাহমিদুলের মতো গুরুত্বপূর্ণ সদস্যরা।
ম্যাচটি বাংলাদেশের ভক্তরা দেখতে পারবেন টিভি ও অনলাইনে। টিভিতে ম্যাচটি দেখা যাবে টি-স্পোর্টস চ্যানেলে। এছাড়াও অনলাইনে টি-স্পোর্টস অ্যাপসে ম্যাচটি দেখা যাবে।
আগামী ৯ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।