‘বাবাকে উৎসর্গ করব না’, জীবনের ১ম পুরস্কার হাতে শাহরুখপুত্র আরিয়ান

‘বাবাকে উৎসর্গ করব না’, জীবনের ১ম পুরস্কার হাতে শাহরুখপুত্র আরিয়ান

বছরের সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। শুক্রবার (১৯ ডিসেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর জন্য এই পুরষ্কার জিতেছেন তিনি। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সেখানেই দেখা যায় জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে। তবে মঞ্চে বাবার কথা তুলে ধরলেও পুরস্কারপ্রাপ্তির পর তা মা গৌরী খানকেই উৎসর্গ করলেন আরিয়ান।

আরিয়ান বলেন, ‘আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি। তবে আমার জীবনের প্রথম পুরস্কারটা আমার বাবাকে নয়, বরং আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কারণ আমার মা আমাকে ছোট থেকে বলত, তাড়াতাড়ি শুয়ে পড়। কাউকে কখনও খারাপ কথা বলা বা গালিগালাজ করা থেকে বিরত থাকো। আর আজ এসবই নিজের প্রথম ছবিতে প্রয়োগ করতে পেরে আমি জীবনের প্রথম পরিচালনার জন্য প্রথম পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো।’

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’। যা স্ট্রিমিং শুরুর পরই যথেষ্ট জনপ্রিয়তা পায়। মুক্তির মাত্র ২ সপ্তাহেই গোটা বিশ্বে অ-ইংরেজি শো হিসেবে পাঁচ নম্বরে নাম তোলে ‘ব্যাডস অফ বলিউড’। ১৪টি দেশে ট্রেন্ডিং হওয়ার পাশাপাশি ৯টি দেশে সব সিরিজকে পিছনে ফেলে দিয়েছিল এই সিরিজ।

OR

Scroll to Top