‘বার্সাকে নিয়ে নতুন মৌসুমে উদ্বিগ্ন থাকবে রিয়াল’

‘বার্সাকে নিয়ে নতুন মৌসুমে উদ্বিগ্ন থাকবে রিয়াল’

গত মৌসুমে সব টুর্নামেন্টেই রিয়াল মাদ্রিদের ওপর ছড়ি ঘুরিয়েছেন তারা। চার দেখায় চারবারই রিয়ালকে গুঁড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। দরজায় কড়া নাড়ছে নতুন মৌসুম। বার্সা মিডফিল্ডার গাভি বলছেন, গত মৌসুমের কথা মাথায় রেখে এবার বার্সাকে নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবে রিয়াল।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এক মৌসুমে সব ম্যাচেই রিয়ালকে হারানোর স্বাদ পেয়েছিল বার্সা। এই মৌসুমের আগে অবশ্য নিজেদের শক্তি বাড়িয়েছে রিয়াল। দল বদলের মৌসুমে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে দলে ভিড়িয়েছেন তারা।

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ খেলতে বার্সা এখন দক্ষিণ কোরিয়ায়। সেখানে স্প্যানিশ পত্রিকা এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভি বলেছেন, রিয়ালের দল শক্তিশালী হলেও এবারও তারা বার্সার সঙ্গে পেরে উঠবে না, ‘অবশ্যই তারা আমাদের নিয়ে উদ্বিগ্ন থাকবে। রিয়ালের বিপক্ষে চার ম্যাচের চারটিতে জয়, যা এর আগে কখনও হয়নি! তারা আমাদের নিয়ে চিন্তিতই থাকবে।’

এই মৌসুমেও বার্সার জয়জয়কার দেখছেন গাভি, ‘গত মৌসুমে আমরা ছিলাম দুর্দান্ত, আর ওরা কিছুই জিততে পারেনি। সত্যি বলতে, এই বছর ওরা খুব ভালো কিছু খেলোয়াড় নিয়ে শক্তি বাড়িয়েছে। দেখা যাক, ওরা এই মৌসুমে কেমন করে। ওদের দল দারুণ, তবে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। তাহলেই আমরা জয়ের স্বাদ পাব।’

OR

Scroll to Top