বিগ ব্যাশের উদ্বোধনের সঙ্গে রিশাদেরও ‘উদ্বোধন’ – আনন্দ আলো

বিগ ব্যাশের উদ্বোধনের সঙ্গে রিশাদেরও ‘উদ্বোধন’ – আনন্দ আলো

আজ পর্দা উঠছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল)। উদ্বোধনী ম্যাচে বেলা সোয়া দুইটায় পার্থ স্কর্চার্সের মুখোমুখি হবে সিডনি থান্ডার। এই ম্যাচ দিয়েই বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। ফলে টুর্নামেন্টের শুরুতেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, বিশেষ করে পাকিস্তান সমর্থকদের।

বিগ ব্যাশের জার্সি গায়ে উচ্ছ্বসিত রিশাদ
ছবি সংগৃহীত

তবে এবারের বিগ ব্যাশে বাড়তি নজর থাকবে বাংলাদেশের দিকেও। প্রথমবারের মতো ড্রাফট থেকে কোনো বাংলাদেশি ক্রিকেটার দলে নিয়েছে একটি বিগ ব্যাশ দল। হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এই অর্থে এটিকে রিশাদেরও ‘উদ্বোধন’ বলা যায়।

এর আগে সাকিব আল হাসান ২০১৩–১৪ ও ২০১৪–১৫ মৌসুমে বিগ ব্যাশে খেললেও তিনি ছিলেন বদলি ক্রিকেটার। দুই মৌসুম মিলিয়ে তাঁর ম্যাচসংখ্যা ছিল মাত্র ছয়টি। সেখানে রিশাদের হোবার্ট হারিকেনস গ্রুপ পর্বেই খেলবে ১০টি ম্যাচ, যা বাংলাদেশি ক্রিকেটারের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে।

টুর্নামেন্টে রিশাদের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৬ ডিসেম্বর। সেদিন তাঁর দল হোবার্ট হারিকেনস মুখোমুখি হবে সিডনি থান্ডারের। সব মিলিয়ে এবারের বিগ ব্যাশ শুরু হচ্ছে একাধিক নতুন গল্প আর প্রত্যাশা নিয়ে—বাবরের অভিষেক, আর বাংলাদেশের ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়।

OR

Scroll to Top