বিনোদন সাংবাদিকতায় সম্মাননা পেলেন রবিউল ইসলাম রুবেল

বিনোদন সাংবাদিকতায় সম্মাননা পেলেন রবিউল ইসলাম রুবেল

দেশের বিনোদন অঙ্গনের তারকাদের খবর, নাটক-সিনেমা ও সংস্কৃতির নানা দিক নিয়মিতভাবে তুলে ধরছেন সাংবাদিক রবিউল ইসলাম রুবেল। ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে এ অঙ্গনে কাজ করে আসছেন তিনি। বিনোদন সাংবাদিকতায় তার দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত হয়েছেন তরুণ এই সংবাদকর্মী।

গতকাল রাজধানীর কচিকাঁচার মেলায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রবিউল ইসলাম রুবেলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত উল্লা তুর্কীসহ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রবিউল ইসলাম রুবেল বলেন, ‘এই সম্মাননা আমার জন্য এক বড় প্রেরণা। সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি এক ধরনের দায়বদ্ধতা। আমি সবসময় চেষ্টা করি তারকাদের কাজ ও বিনোদন অঙ্গনের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে আরও বিভিন্ন খাতে অবদান রাখা তরুণ উদ্যোক্তা, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা-অভিনেত্রীদেরও সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য, রবিউল ইসলাম রুবেল দেশ-বিদেশের একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। তার কাজ প্রকাশিত হয়েছে সময়ের আলো, ডেইলি বাংলাদেশ, সময়ের কণ্ঠস্বর, কালবেলা, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার, যায় যায় দিন ও প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে।

OR

Scroll to Top