বিপিএলের উপস্থাপিকা প্যানেল থেকে সরে দাঁড়ালেন ভারতীয় রিধিমা পাঠক – DesheBideshe

বিপিএলের উপস্থাপিকা প্যানেল থেকে সরে দাঁড়ালেন ভারতীয় রিধিমা পাঠক – DesheBideshe

বিপিএলের উপস্থাপিকা প্যানেল থেকে সরে দাঁড়ালেন ভারতীয় রিধিমা পাঠক – DesheBideshe

ঢাকা, ০৭ জানুয়ারি – ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। চলমান বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে—এমন খবর ছড়ালেও বিষয়টি নাকচ করেছেন তিনি নিজেই।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের ক্রীড়াঙ্গনে উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে রিধিমার নাম সরে যাওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়। ভারতীয় ক্রীড়া সম্প্রচারে পরিচিত মুখ রিধিমা পাঠক এবারের বিপিএলে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে উপস্থাপনায় যুক্ত ছিলেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিধিমা পাঠক স্পষ্ট করে বলেন, তাকে বিপিএল থেকে ‘বাদ’ দেওয়া হয়নি। তিনি নিজেই সঞ্চালক প্যানেল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রিধিমা বলেন, “গত কয়েক ঘণ্টা ধরে এমন কথা ছড়ানো হচ্ছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি ব্যক্তিগতভাবে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে আমার দেশ সবসময় সবার আগে।”

তিনি আরও বলেন, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা, সততা ও স্বচ্ছতার অবস্থান অপরিবর্তিত থাকবে এবং খেলাটির চেতনার পক্ষেই তিনি থাকবেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিসিসিআইর নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর বাংলাদেশ আইপিএল সম্প্রচার না করার ঘোষণা দেয় এবং বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কথাও জানায়। এ নিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬



OR

Scroll to Top