
ঢাকা, ০৮ জানুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ধারাভাষ্য প্যানেলে এবার দেশি–বিদেশি মিলিয়ে মোট ১১ জন ধারাভাষ্যকার দায়িত্ব পালন করছেন। নতুন সংযোজন হিসেবে এই আসরে যুক্ত হচ্ছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক কম্পটন।
৪২ বছর বয়সী নিক কম্পটন বর্তমানে বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে স্কাই স্পোর্টস, বিবিসি ও ইএসপিএনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করছেন। খেলোয়াড়ি জীবনে তিনি ইংল্যান্ডের হয়ে ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে টেস্ট ক্রিকেট খেলেছেন। ১৬টি টেস্টে তার ব্যাট থেকে এসেছে ৭৭৫ রান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেন ২০১৮ সালে।
এবারের বিপিএলে দেশি ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন শামী সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। বিদেশি ধারাভাষ্যকারদের মধ্যে আছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াকার ইউনুস ও রমিজ রাজা। এছাড়া ধারাভাষ্য প্যানেলে রয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ফারভেজ মাহরুফ।
মাঝপথে ওয়াকার ইউনুস বাংলাদেশ ছাড়লে তার জায়গায় জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ যোগ দেন, যা বিপিএলের ধারাভাষ্যে নতুন মাত্রা যোগ করেছে।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬







